Friday, 13 July 2018

যারা কানাডাতে স্টাডির জন্য বা ইমিগ্র্যাশনের জন্য যেতে চায়

তরুণেরা জাতির ভবিষ্যৎ। আর সেই তরুণেরা যখন বেকারত্বের হতাশায় নিমজ্জিত তখন তাদের চোখে আশার আলো দেখাতে ইয়ুথ কার্নিভালের জন্ম হয়। বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান দক্ষ যুবশক্তি নির্মাণের কারিগর ইয়ুথ কার্নিভাল একটি অলাভজনক ও অরাজনৈতিক প্রতিষ্ঠান। যেকোনো চাকরির বিজ্ঞপ্তি থেকে শুরু করে বিদেশে স্কলারশিপের সংবাদ সহ সব ধরনের ক্যারিয়ার গঠনমূলক পোস্ট ইয়ুথ কার্নিভালে প্রকাশিত হয়। দেশের অন্যতম নির্ভরযোগ্য ক্যারিয়ার প্ল্যাটফর্ম এটি। ইয়ুথ কার্নিভাল শুধু দক্ষ যুবশক্তি তৈরি করেই ক্ষান্ত নয়, সেই সাথে লিডারশিপ, উদ্যোগ গ্রহণের মতো চ্যালেঞ্জিং বিষয়গুলোকে তরুণদের কাছে তুলে ধরছে।

 ভিশন
একটি আন্তর্জাতিক মানের দক্ষ ও কর্মোদ্যমী তরুণ সমাজ সৃষ্টি করা।

মিশন
• দেশের প্রধানতম ক্যারিয়ার বিষয়ক অনলাইন প্ল্যাটফর্ম হওয়ার পর এখন আমাদের লক্ষ্য প্রত্যন্ত অঞ্চলের অনগ্রসর তরুণদের অনলাইনের আওতায় এনে ক্যারিয়ারমুখী দক্ষতা বাড়ানো এবং নতুন প্রজন্মের তরুণ উদ্যোক্তাদের বের করে আনা।
• লিডারশীপ প্রোগ্রামের মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের দেশের গন্ডি পেরিয়ে বিশ্ব অর্থনীতিতে ভূমিকা রাখার যোগ্যতা তৈরি করা।
যেকারণে ইয়ুথ কার্নিভাল অন্যদের চেয়ে সেরা
• আমাদের ব্লগে নিয়মিত ক্যারিয়ার এবং জব মার্কেট বিশেষজ্ঞগণ লেখালিখি করেন। তাদের মূলবান লেখনী থেকে আপনি পাবেন ক্যারিয়ার, বিনিয়োগ, উদ্যোগ, লিডারশিপ এবং বিশ্ব অর্থনীতি সংক্রান্ত উপদেশ এবং অত্যাধুনিক নির্দেশনা।
• ইন্টারভিউ থেকে শুরু করে চাকরি ও ক্যারিয়ার সংক্রান্ত যেকোনো প্রশ্নের উত্তর পাবেন দিনরাত ২৪ ঘন্টাই।
• আমাদের মেন্টরদের মূল্যবান অভিজ্ঞতা থেকে আপনি শিখবেন কিভাবে সময় নষ্ট না করে এবং ভুল না করেও জীবনে এগিয়ে যাওয়া যায়।
• তাদের গাইডলাইনের মাধ্যমে আপনিও ধাপে ধাপে এগিয়ে যাবেন জীবনের প্রতিটি স্তরে।
• আমাদের রয়েছে শক্তিশালী নেটওয়ার্কিং। দেশ-বিদেশের নামীদামি উদ্যোক্তাগণ আমাদের প্ল্যাটফর্ম কর্তৃক আয়োজিত ইভেন্টগুলোতে নিয়মিত স্পিচ দেন।
• দেশীয় জব মার্কেট অ্যানাইলাইসিস থেকে শুরু করে ব্যবসা ক্ষেত্রে নিত্য নতুন প্রযুক্তি ও ট্রিকস সম্পর্কে জানার অন্যতম বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম ইয়ুথ কার্নিভাল।
• আমরা শুধু তরুণদের ক্যারিয়ারকে আলোকিত করি না, জীবনকেও আলোকিত করার লক্ষ্যে বিভিন্ন ইভেন্ট আয়োজন করে থাকি, সেই সাথে ব্লগে নিয়মিত জীবনযাত্রা এবং সচেতনতামূলক আর্টিকেল প্রকাশ করে থাকি।

একনজরে আমাদের পোর্টফোলিও

• প্রায় সাড়ে ১৯ লাখেরও বেশি মানুষ আমাদের পেজ নিয়মিত ফলো করেন। যাদের সিংহভাগই তরুণ সমাজ।
• অ্যালেক্সা র‍্যাংক ১৭।
• ২০১৫ সাল থেকে আমাদের আয়োজিত ইভেন্টের সংখ্যা ২১
• ২০১৬ সাল থেকে আমাদের আয়োজিত ইভেন্টের সংখ্যা ৩৩
• ২০১৭ সাল থেকে আমাদের আয়োজিত ইভেন্টের সংখ্যা ৩৯

Related image

ইয়ুথদের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতেই নতুন সার্ভিসের (ইমেগ্রশন কন্সালটেন্সি) যাত্রা করতে যাচ্ছে  ইয়ুথ কার্নিভাল!

 

 

via:wixxsid